রাজশাহীতে পরিবহণ ধর্মঘট প্রত্যাহার

প্রকাশঃ মার্চ ১২, ২০১৫ সময়ঃ ১০:২৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৭ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

bbbbরাজশাহী জেলায় আজ বৃহস্পতিবার সকাল থেকে ডাকা অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে জেলা পরিবহণ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে দুপক্ষের বৈঠক শেষে বুধবার রাত ৯ টার দিকে এ ঘোষণা দেন পরিবহণ শ্রমিক নেতারা।

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী জানান, উদ্ভূত পরিস্থিতে বুধবার রাতে মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন দুপক্ষকে নিয়ে বৈঠকে বসেন। বৈঠক শেষে পুলিশের সঙ্গে পরিবহণ শ্রমিকদের মধ্যকার সমস্যা নিরসন করে দেন।

তিনি আরো জানান, চলমান অবরোধ-হরতালে এমনিতেই জনসাধারণ ভোগান্তিতে রয়েছেন। তার পর আবারো ধর্মঘটে তারা সীমাহীন দুর্ভোগের শিকার হতেন। তাই রাজশাহী জেলায় বৃহস্পতিবার থেকে ডাকা অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়।

বৈঠকে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ও শাহমুখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানসহ আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিক্ষণ /এডি/মিজান

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G