রাজশাহীতে বিমান বিধ্বংসে নারী পাইলট নিহত

প্রকাশঃ এপ্রিল ১, ২০১৫ সময়ঃ ৪:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২২ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

pilotরাজশাহী শাহ মখদুম বিমানবন্দরে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় তামান্না  ফেরদৌস নামে একজন নারী পাইলট নিহত হয়েছেন।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন প্রশিক্ষক সাইদ কামাল।

বুধবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সংকটাপন্ন অবস্থায় প্রশিক্ষক সাইদ কামালকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

নিহত তামান্না ফেরদৌসের বাড়ি ঢাকার নিকুঞ্জ-২ এলাকায়।

শাহ মখদুম থানার উপপরিদর্শক (এসআই) হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান,  তামান্না বাংলাদেশ ফ্লাইং একাডেমি থেকে প্রশিক্ষণ নিচ্ছিলেন। কো-পাইলট তামান্না ও প্রশিক্ষক সাইদ কামাল একটি সেসনা-১৫২ মডেলের প্রশিক্ষণ বিমান আকাশে উড়াতে যাচ্ছিলেন। বিমানটি রানওয়েতে টেকঅফ করার সময় ইঞ্জিনে আগুন ধরে যায়।

এতে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তামান্না। এসময় বিমানে থাকা প্রশিক্ষক সাইদ কামাল অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন।

প্রতিক্ষণ/এডি/রেজা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G