ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
গত মৌসুমের শেষ ম্যাচে বার্সেলোনাকে হারিয়ে ন্যু ক্যাম্পে শিরোপা উৎসব করেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। এবার সেই যন্ত্রণা ফিরিয়ে দিয়ে প্রতিশোধ নেয়ার সুযোগ এসেছে মেসিদের সামনে।
আজ জিতলেই মেসি, নেইমার, সুয়ারেজদের হাতে উঠবে লা লিগার শিরোপা। কিন্তু তাদেরকে থামাতে মরিয়া ফার্নান্দো তোরেস, কোকে এবং সিমিওনেরা।
এদিকে ৩৬ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট ৯০। অপর দিকে রিয়ালের পয়েন্ট ৮৬। আজ জিতলে, পরের ম্যাচ হারলেও রিয়ালের চেয়ে এক পয়েন্ট এগিয়ে থাকবে বার্সা।
ভিসেন্তে দে কেলদেরনে দু’দলের ম্যাচটি শুরু হবে রোববার রাত ১১টায়। এছাড়াও, একই সময়ে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ এসপানিওল।
আর এবার দুই রাউন্ড বাকি থাকতে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে আছে বার্সেলোনা। শেষ দুই ম্যাচের একটিতে জিতলেই শিরোপা নিশ্চিত হবে মেসি-নেইমারদের। তবে শেষ রাউন্ডে নয়, এই ম্যাচেই সব অপেক্ষার ইতি টানতে চায় তারা।
গত মৌসুমে একটিও শিরোপা না জেতা বার্সেলোনা এবার দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে।
মেসি-নেইমারদের দুর্দান্ত নৈপুণ্যে লিগ শিরোপা জয়ের পাশাপাশি বার্সেলোনার সামনে আরেকটি হাতছানিও আছে। কোপা দেল রের ফাইনালে আথলেতিক বিলবাওকে এবং চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইউভেন্তুসকে হারাতে পারলে দ্বিতীয়বারের মতো ট্রেবল জয়ের ইতিহাস গড়বে তারা।