প্রথম প্রকাশঃ এপ্রিল ২, ২০১৬ সময়ঃ ৬:১৬ অপরাহ্ণ..
সর্বশেষ সম্পাদনাঃ ৬:২০ অপরাহ্ণ
রাবি প্রতিনিধি,
কুমিল্লার সেনানিবাসে ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী এবং সাংস্কৃতিক কর্মী সোহাগী জাহান তনুকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ধর্মঘট সফল করার আহবান জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শাখা প্রগতিশীল ছাত্রজোট।
শনিবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যেমে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়।
গত ২০ মার্চ সেনানিবাসে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে প্রগতিশীল ছাত্রজোট আগামী ৩ এপ্রিল সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ন্যায় রাজশাহী বিশ্বববিদ্যালয়ে সকল বিভাগে ক্লাস-পরীক্ষা বন্ধ করে ধর্মঘট সফল ও বিচারহীনতার সংস্কৃতি ভেঙ্গে দিয়ে, নারীর উপর এই ধরনের সহিংসতা রুখে দাঁড়ানোর জন্য সবাইকে উদাত্ত আহবান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা প্রগতিশীল ছাত্রজোট।