রাবিতে বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপিত

প্রথম প্রকাশঃ জুন ২১, ২০১৫ সময়ঃ ৯:৪৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৪ পূর্বাহ্ণ

রাবি প্রতিনিধি:

RU Picরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিদ্যা ইনস্টিটিউট কর্তৃক শোভাযাত্রা, বৃক্ষারোপণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এদিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট চত্বরে বৃক্ষরোপণ করেন। এরপর বিভাগ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রা শেষে ইনস্টিটিউটের সেমিনার কক্ষে ‘সেভেন বিলিয়ন ড্রিম. ওয়ান প্লানেট. কনজিউম উইথ কেয়ার’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইনস্টিটিউটের শিক্ষক ড. এম আবুল কালাম আজাদ।

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে এই আলোচনায় প্রধান আলোচক ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) অধ্যাপক ড. ইকবাল মতিন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক মো. শামসুল আলম বীরপ্রতীক, বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক ড. মো. রেদওয়ানুর রহমান প্রমুখ।

 

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G