রাসায়নিক অস্ত্র বানাচ্ছে ‘আইএস’
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা দাবি করেন, ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) রাসায়নিক অস্ত্র বানাচ্ছে ।এই দুই দেশের সীমান্তাঞ্চলে চার বার তারা এই অস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করে।
এদিকে তুরস্ক ও সিরিয়া সীমান্তে বিবিসির একটি টিম রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রমাণ পেয়েছে, যা মার্কিন কর্মকর্তার দাবিকে প্রতিষ্ঠিত করে । যুক্তরাষ্ট্র মনে করে, আইএসের একটি দল আছে, যাদের কাজ রাসায়নিক অস্ত্র বানানো।
এই রাসায়নিক অস্ত্র তৈরির উপাদান হিসেবে ব্যবহার করছে মাস্টার্ড এজেন্ট সালফার ও অন্য বিষাক্ত রাসায়নিক পদার্থ । এসব রাসায়নিক পদার্থ অস্ত্র তৈরিতে পাউডার হিসেবে ব্যবহার করা হচ্ছে।
প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি সালফার মাস্টার্ড দিয়ে তৈরি রাসায়নিক অস্ত্র ব্যবহার করে।
মাস্টার্ড এজেন্ট, মাস্টার্ড গ্যাস নামে বেশি পরিচিত। নির্দিষ্ট তাপমাত্রায় মাস্টার্ড এজেন্ট তরল অবস্থায় থাকে। রাসায়নিক পদার্থ সালফার থেকে তৈরি হয় সালফার মাস্টার্ড।
মাস্টার্ড এজেন্টের তৈরি রাসায়নিক অস্ত্র বিস্ফোরিত হলে তা চামড়া, চোখ ও শ্বাস গ্রহণের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে। এর ফলে চামড়া নষ্ট হয়ে শরীরে বিষক্রিয়া ঘটায় এবং শ্বাননালি নষ্ট হয়ে যায়। এর কোনো প্রতিষেধক নেই। ফলে শেষ পর্যন্ত মৃত্যুই হয় পরিণতি।
প্রতিক্ষণ/এডি/এএইচকে