রিটা কাটজের বাংলাদেশ নিয়ে টুইট
প্রতিক্ষণ ডেস্ক
যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা এসআইটিই ইন্টেলিজেন্স গ্রুপের পরিচালক রিটা কাটজ বাংলাদেশে দুই বিদেশী হত্যাকাণ্ড এবং এর তদন্ত নিয়ে কয়েকটি টুইট বার্তা করেছেন। তার সাইটের বরাতেই খবর প্রকাশিত হয়েছিল, বাংলাদেশে দুই বিদেশি হত্যার দায় স্বীকার করেছে আইএস। যদিও বাংলাদেশ সরকার তার ওই দাবি নাকচ করে দিয়েছে।
টুইট বার্তায় রিটা কাটজ বলেছেন, আইসিসের স্বীকারোক্তির বিষয়ে যে টুইট দেয়া হয়েছে তার লিংক কখনও তার কাছে চায়নি বাংলাদেশের ডিবি। এমনকি তারা কখনও তার সঙ্গে সরাসরি যোগাযোগও করে নি।
সম্প্রতি তিনি বাংলাদেশ ইস্যুতে মোট ৬টি টুইট দেন।
এক নম্বর টুইটে তিনি বলেন, আইসিসের স্বীকারোক্তির বিষয়ে বাঙালি ডিটেকটিভ ব্রাঞ্চ তদন্তে আমার ভূমিকা সম্পর্কে মিডিয়াকে অসত্য তথ্য দিচ্ছে। এটা দেখে আমি হতাশ।
দুই নম্বর টুইটে তিনি লিখেছেন, আইসিসের স্বীকারোক্তির বিষয়ে টুইটের লিংক দেয়ার জন্য ডিবি পুলিশ কখনোই আমাকে বলে নি। এমন কি তারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগও করে নি।
তিন নম্বর টুইটে বলেছেন, বাঙালি গোয়েন্দারা গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অবহেলা করছেন। তা হলো, আইসিস দায় স্বীকার করে দেয়া অফিসিয়াল বিবৃতি। প্রথমে ওই বিবৃতি আসে আরবিতে, বাংলায় নয়।
চার নম্বর টুইটে তিনি লিখেছেন, বাঙালি গোয়েন্দারা বলেন যে, ওই দায় স্বীকার করা হয়েছে ঢাকা ও রংপুর থেকে। দৃশ্যত আইসিসপন্থী একটি বাংলা ব্লগের পোস্টকে উল্লেখ করা হয়।
পাঁচ নম্বর টুইটে তিনি লিখেছেন, আইসিসের অ্যাকাউন্টে দায় স্বীকার করে দেয়া পোস্টের ১২ ঘণ্টা পরে বাংলায় পোস্ট দেয়া হয় ব্লগে।
৬ নম্বর টুইটে তিনি লিখেছেন, বাংলাদেশে আইসিসের হুমকির বড় বিষয়টি খতিয়ে দেখা উচিত বাংলাদেশি তদন্তকারীদের।
প্রতিক্ষণ/এডি/এনজে