রিমান্ডে মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক ,প্রতিক্ষণ ডটকম
গাজীপুরের কাশিমপুরস্থ কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসালম আলমগীরকে রাজধানীর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আনা হয়েছে।
শনিবার দুপুরের দিকে ফখরুলকে ডিবি কার্যালয়ে আনা হয়।
এর আগে ১০টার দিকে কারাগার কর্তৃপক্ষ ফখরুলকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
ঢাকা কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র সুপার জাহাঙ্গীর কবির জানান, ২৭ জানুয়ারি আদালত পল্টন থানার একটি মামলায় মির্জা ফখরুল ইসালম আলমগীরকে পুলিশের আবেদনের প্রেক্ষিতে ‘পুলিশ হেফাজতে’ নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পল্টন থানার দায়ের করা একটি মামলায় গত মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী মাসুদ শেখ মঙ্গলবার এ রিমান্ডের আদেশ দেন।
এর পর ওই দিন মির্জা ফখরুলকে আদালত থেকে কাশিমপুর কারাগারে নেওয়া হয়।
সেই রিমান্ড আজ শনিবার থেকে শুরু হয়েছে। আর সে কারণেই তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে বলে পল্টন থানা সুত্রে জানা গেছে।
২৮ ডিসেম্বর পল্টন মোড়ে ককটেল বিস্ফোরণ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরদিন ২৯ ডিসেম্বর পল্টন থানার এসআই আব্দুল মালিক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
প্রতিক্ষণ /এডি/হাসান