রিসা হত্যায় অভিযুক্ত ওবায়দুল গ্রেপ্তার

প্রকাশঃ আগস্ট ৩১, ২০১৬ সময়ঃ ৯:৩৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

333-2রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার রিসা (১৪) হত্যার ঘটনায় অভিযুক্ত ওবায়দুল খানকে (২৯) গ্রেপ্তার করেছে র‌্যাব। তাঁকে পঞ্চগড় থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ওবায়দুলের গ্রামের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের মিরাটঙ্গী গ্রামে। তাঁর বাবার নাম আবদুস সামাদ।

র‌্যাব-১৩ দিনাজপুর ক‌্যাম্পের অধিনায়ক মেজর আবদুল্লাহ আল মাহমুদ বলেন, তাদের একটি দল গতকাল মঙ্গলবার রাতে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনারায় গ্রাম থেকে ওবায়দুলকে আটক করে।

সুরাইয়া ২৪ আগস্ট পরীক্ষা শেষে স্কুলের সামনের পদচারী-সেতু দিয়ে খালাতো ভাইয়ের সঙ্গে সড়কের ওপারে যাচ্ছিল। এ সময় এক বখাটে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার সে মারা যায়।

এ ঘটনায় সুরাইয়ার মা তানিয়া হোসেন রমনা থানায় মামলা করেন। এতে তিনি এলিফ্যান্ট রোডের ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের একটি দরজির দোকানের কর্মী ওবায়দুল খানকে আসামি করেন।

প্রতিক্ষণ/এডি/একে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G