রুশ বিমান আরোহীর কেউ বেঁচে নেই
আন্তর্জাতিক ডেস্ক
২২৪ আরোহী নিয়ে মিসরের সিনাই উপত্যকায় বিধ্বস্ত রুশ বিমানের কোনো যাত্রীই বেঁচে নেই বলে জানিয়েছেন উদ্ধারকাজে নিয়োজিত চিকিৎসক ও নিরাপত্তা কর্মকর্তারা। শনিবার কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
শনিবার সিনাইয়ের শারম এল শেখ বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল ৫টা ৫১ মিনিটে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ যাওয়ার পথে বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাশিয়ান এয়ারলাইন কোগালিমাভিয়ার এ-৩২১ এয়ারবাসের ওই বিমানটিতে যাত্রী ও ক্রুসহ ২২৪ জন আরোহী ছিলেন।
মিসরের বেসামরিক বিমান মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রুশ যাত্রীবাহী কোগালিমাভিয়ার এ-৩২১ বিমানটি দেশটির এল আইরিশ শহরের দক্ষিণাঞ্চলের হাসসানা এলাকায় বিধ্বস্ত হয়েছে। সাত ক্রুসহ ২২৪ আরোহীর কোনো যাত্রীই বেঁচে নেই বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
প্রতিক্ষণ/এডি/বিএ