রেস্তোরায় মানুষের মাংস ‍বিক্রি!

প্রকাশঃ মে ১৭, ২০১৫ সময়ঃ ৯:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩৫ অপরাহ্ণ

naijerian_hotelনাইজেরিয়ার একটি রেস্তোরাঁয় নরমাংস বিক্রির অভিযোগে মালিকসহ ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে ছয়জন নারী রয়েছেন। স্থানীয় বাসিন্দারা পুলিশের কাছে অভিযোগ জানানোর পর পুলিশ সেই রেঁস্তোরায় অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পায় ।

বিবিসি জানিয়েছে, এনামব্রা’র ঐ রেঁস্তোরায় মানুষের মাংস বিক্রি হচ্ছে’ স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। অভিযানে হোটেলের ভেতর থেকে মানুষের রক্তাক্ত মাথা উদ্ধার করে পুলিশ। এছাড়াও রক্ত পরিষ্কার করার জন্য ব্যবহৃত পলিব্যাগও উদ্ধার করে পুলিশ। এসময় অভিযানে স্বয়ংক্রিয় অস্ত্র, গ্রেনেড এবং সেলফোনও উদ্ধার করা হয়।

স্থানীয় এক বাসিন্দা জানান, প্রতিদিনই তিনি সেখানে যেতেন এবং হোটেলে অদ্ভুত কার্যক্রম দেখতেন। হোটেলের লোকজন পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পড়ে কাজ করতো না। ‘

উল্লেখ্য, গত বছর অস্ট্রেলিয়ান সেফ মার্কাস ভলকি তার বান্ধবীকে হত্যা করে রান্না করার অভিযোগে আটক হন। একই বছর, ব্রাজিলে সম্ভাব্য আয়া প্রার্থীকে হত্যা করে রান্না করার অভিযোগে তিনজনকে আটক করে সেদেশের পুলিশ।

প্রতিক্ষণ/ এডি/ পাভেল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G