রোদের পোড়া দাগ মুক্তির উপায়
প্রচন্ড গরমে অস্থির হয়ে আমরা চিন্তায় পড়ে যাই কিভাবে রোদে পোড়া দাগ বা ট্যানিং থেকে নিজেকে বাঁচানো যায়।যদিও সান বার্ন থেকে সহজে রেহাই পাওয়া বেশ মুশকিল।
দামি দামি সানস ক্রিম বা এন্টি ট্যান লোশন ব্যবহার না করেও, আপনার রান্না ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ আপনাকে এই রোদে পোড়া দাগ থেকে নিজেকে খুব সহজেই মুক্ত করতে পারে।
অ্যালোভেরা জেল : অ্যালোভেরা বা ঘৃতকুমারির জেল রোদে পোড়া ত্বককে সারিয়ে তোলার এক দারুণ উপকরণ। এর পাতার ভেতরের জেলকে বের করে নিন। এরপর এই জেল আপনার রোদে পোড়া ত্বকের উপরে লাগান এবং শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। কিছু দিন এভাবেই ব্যবহার করতে থাকুন।
বেসনের প্যাক : বেসন আপনাকে ট্যান থেকে খুব সহজেই রেহাই দিতে পারে। অল্প বেসন নিন, সঙ্গে কয়েক ফোটা লেবুর রস দিন আর তাতে দই মেশান। এই প্যাকটি আপনার মুখ গলা ঘাড় এবং শরীরের যে সকল স্থানে ট্যান রয়েছে সে সকল স্থানে লাগান। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। টানান দশ দিন এই প্যাকের ব্যবহার আপনাকে ট্যান থেকে রেহাই দিবে।
মধু আর লেবু : বাইরে থেকে এসেই মধুর সঙ্গে কয়েক ফোটা লেবুর রস মিশিয়ে এই মিশ্রন মুখে লাগিয়ে নিন। সঙ্গে সঙ্গেই দেখবেন এই মিশ্রন আপনার মুখে রোদে পোড়া লাল বা কালো ভাব দূর করে ফেলেছে।
বরফ : বরফের কিউব শুধু আপনার ড্রিংস কে আরও ঠান্ডাই করে না বরং আপনার রূপচর্চার দারুন উপকরণও বটে। তিন ভাগ পানির সঙ্গে এক ভাগ দুধ মিলিয়ে তা দিয়ে বরফের কিউব বানিয়ে নিন। এবার পাতলা কাপড় দিয়ে একটা কিউব ঢেকে নিন আর মুখে লাগান। এটা আপনার রোদে পোড়া দাগ সারিয়ে তুলবে খুব তাড়াতাড়ি।
কাঁচা হলুদ : টাটকা হলুদের গুড়া বা পেস্টের সাথে দুধ মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এরপর তা লাগান। দেখবেন রোদে পোড়া ভাব অনেক কমে গেছে। আর ত্বক দিন দিন উজ্জ্বল হয়ে উঠছে।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর