রোবটের দখলে যাবে পৃথিবী
লন্ডন: আগামী পৃথিবী কি চলে যাবে আইজ্যাক আজিমভের কল্পবিজ্ঞানের রোবট যুগে? নাকি বসুন্ধরার দখল নেবে ইভান ইয়েফ্রেমভের সায়েন্স ফিকশনের রোবট মস্তিষ্ক আইভা?
এ কথা যদি সত্যি হয়, তাহলে আগামী ২০৫০ সালের মধ্যে মহাবিশ্বের দখল নেবে সুপার ইন্টেলিজেন্ট রোবটেরা। এমন তত্ত্ব খাড়া করে সকলকে চমকে দিলেন একদল মার্কিন বিজ্ঞানী।
তাঁরা বলছেন, এমনটা হতেই পারে যে মানুষ নিজেদের চারপাশে যা দেখছে-করছে-গড়ছে সবই আসলে নিয়ন্ত্রিত হচ্ছে কোনও বিশালাকৃতির রোবট দুনিয়ার দ্বারা।
সহজ করে বুঝিয়ে বললে, দুনিয়াটা আসলে এক মহারোবটের খেলাঘর।
শুনলে আজগুবি মনে হলেও এর পিছনে যথেষ্ট যুক্তি খাড়া করেছেন গবেষকরা।
স্পেস ডট কমে প্রকাশিত এক প্রতিবেদনে ক্লোজার টু আর্থ গ্রন্থের লেখক রবার্ট লরেন্স কুন দাবি করেছেন, হতে পারে কোনও এক দৈতাকৃতির কম্পিউটার গেমে আমরা হব সবাই অংশীদার।
মহারোবটদের হাতেই নিয়ন্ত্রিত হবে আমাদের মস্তিষ্কের নিউরন। এমনকী, মহাজাগতিক কয়েকটি নিয়মের প্যাটার্ন বিশ্লেষণ করে তিনি দাবি করেছেন, মহাকর্ষ-অভিকর্ষ সবই হয়তো তখন মেকানাইজড কম্পিউটারাইজড প্রসেসে নিয়ন্ত্রিত হবে।
প্রতিক্ষণ/এডি/তাজিন