রোববার থেকে খুলনায় পরিবহন ধর্মঘট
বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার প্রতিবাদে খুলনা বিভাগের ১০ জেলায় রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতি।
শনিবার দুপুরে যশোরের চাঁচড়ায় শ্রমিক সমিতির কার্যালয়ে এক জরুরি সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মর্তুজা হোসেন বলেন, জামির হোসেনকে অন্যায়ভাবে সাজা দেয়া হয়েছে। এর প্রতিবাদে আমরা রোববার থেকে অনিদির্ষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছি। খুলনা বিভাগের ১০ জেলার বাস, ট্রাক, মিনিবাসসহ সব ধরনের পরিবহন সংশ্লিষ্টদের ধর্মঘট পালনের নির্দেশনা দেয়া হয়েছে।
ফেডারেশনের যশোরের চাঁচড়া এলাকায় আঞ্চলিক কমিটির অফিসে জরুরি সভা বেলা ১১টায় শুরু হয়। সভায় আঞ্চলিক কমিটির সভাপতি আজিজুল আলম মিন্টু সভাপতিত্ব করেন। সভায় বেসিক ইউনিয়নগুলোর নেতা-কর্মীরা তাদের বক্তৃতায় অভিযোগ করেন, বাসচালক জামির হোসেনের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০৪/খ ধারায় মামলা হওয়ার কথা। কিন্তু তা না করে বিচার হয়েছে ৩০৪/ক ধারায়। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ার পরও বিচারক ‘বিশেষ মহলের’ চাপে তাকে শাস্তি দিয়েছেন।
তারা জানান, শ্রমিকরা যাবজ্জীবন কারাদণ্ডের রায় মাথায় নিয়ে গাড়ি চালাবে না।
২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনার প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার মামলায় গত বুধবার চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের চালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এরই প্রতিবাদে খুলনা বিভাগে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিলো পরিবহন শ্রমিকরা।
প্রতিক্ষণ/এডি/নাজমুল