কাল থেকে ২০ দলের ৭২ ঘণ্টার হরতাল
নিজেস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম
অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে আগামীকাল রোববার ভোর ছয়টা থেকে বুধবার ভোর ছয়টা পর্যন্ত সারা দেশে টানা ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
শুক্রবার বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ হরতাল আহ্বান করা হয়।
খালেদা জিয়ার কার্যালয় উড়িয়ে দেয়া, গ্রেফতারের হুমকি, নেতাকর্মীদের গ্রেফতার, তাদের বাড়ি বাড়ি তল্লাশি এবং দমন-নিপীড়নের প্রতিবাদে এই হরতালের ডাক দেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামী রবি, সোম ও মঙ্গলবার অর্থাৎ ১ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ৬টা থেকে ৪ ফেব্রুয়ারি ২০১৫ বুধবার সকাল ৬টা পর্যন্ত ২০ দলীয় জোটের উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী ৭২ ঘণ্টার সর্বাত্মক হরতাল পালিত হবে।
বিজ্ঞপ্তিতে বিএনপি এবং ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্তভাবে ৭২ ঘণ্টার হরতাল পালনের জন্য আহ্বান জানানো হয়েছে।
প্রসঙ্গত, এসএসসি ও সমমানের ১৪ লাখ শিক্ষার্থী পরীক্ষায় বসছে রোববার। নতুন প্রজন্মের কথা বিবেচনা করে পরীক্ষা চলাকালে নানা মহল থেকে হরতাল-অবরোধ প্রত্যাহারের আহ্বানের মধ্যে নতুন করে ৭২ ঘণ্টা হরতালের ডাক এলো।
প্রতিক্ষণ /এডি/পাপন