রোববার ২০ দলের বিক্ষোভ

প্রকাশঃ মার্চ ২৮, ২০১৫ সময়ঃ ৪:৪৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

20আপাতত হরতাল থেকে সরে এলো বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

হরতালের পরিবর্তে রোববার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জোটটি।

জোটের পক্ষে শনিবার এক বিবৃতিতে বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু নতুন কর্মসূচির ঘোষণা দেন।

আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে গ্রেপ্তারের পর বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ সারাদেশে বিরোধী দলীয় গুমকৃত নেতাকর্মীদেরকে সুস্থ ও অক্ষত অবস্থায় তাদের পরিবারের নিকট ফেরত দেয়ার দাবিতে এবং নেতাকর্মীদের হত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে দেশব্যাপী এ বিক্ষোভ মিছিলের ডাক দেয়া হয়।

দেশের সকল জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও সকল মহানগরের থানায় থানায় ২০-দলীয় জোটের উদ্যোগে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করার জন্য নেতা কর্মীদের আহবান জানানো হয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ ২১ মার্চ বিএনপির পাঠানো বিবৃতিতে ২৫ মার্চ বুধবার ভোর পর্যন্ত হরতালের বার্তা ছিল। আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের জন সম্পৃক্ততা বাড়াতে বিএনপি আপাতত হরতাল বন্ধ রাখবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

প্রতিক্ষণ/এডি/কামরান

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G