রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে এল নটিক্যাল আলিয়া
বাংলাদেশে বসবাসকারী রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২২০০টন ত্রাণসামগ্রী নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল মালয়েশিয়ার জাহাজ ‘নটিক্যাল আলিয়া’। আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম) এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রোহিঙ্গাদের মধ্যে এসব ত্রাণ বিতরণ করবে।
৩ নভেম্বর মালয়েশিয়া থেকে রওনা দেয় জাহাজটি। এই জাহাজে আছে আট লাখ ডলার মূল্যের খাদ্যসামগ্রী, ৫০ লাখ ডলার মূল্যের কাপড়চোপড় এবং সাড়ে তিন লাখ ডলার মূল্যের অন্যান্য জিনিস। এই জাহাজে অবস্থান করছেন ১৩টি দেশের দুই শতাধিক স্বেচ্ছাসেবক, চিকিৎসক দল ও সংবাদকর্মী। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে কাপড়চোপড়, কম্বল, ওষুধপথ্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিস।
গত ৯ অক্টোবর রাখাইন রাজ্যের তিনটি পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় তিন পুলিশসহ ১৮ ব্যক্তি নিহত হয়। এরপর সেখানে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী। সেনাবাহিনীর অত্যাচার-নির্যাতন ও দমন-পীড়নের মুখে গত চার মাসে রাখাইন রাজ্য থেকে অন্তত ৯০ হাজার রোহিঙ্গা পালিয়ে আসে বাংলাদেশের টেকনাফ ও উখিয়ায়। তার আগেই অনেক বছর ধরে চার লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছে।
শুরু থেকে নিপীড়ন ও হত্যাযজ্ঞের প্রতিবাদে সরব মুসলিম রাষ্ট্র মালয়েশিয়ার সরকার। এ ব্যাপারে বিশ্বের অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান মালয়েশিয়া প্রধানমন্ত্রী নাজিব আব্দুল রাজাক। রোহিঙ্গাদের মানবিক সহায়তাস্বরূপ মালয়েশিয়ার ত্রাণবাহী এই জাহাজ বাংলাদেশে আসে।
প্রতিক্ষণ/এডি/নাজমুল