লক্ষ্মীপুরে `বন্দুকযুদ্ধে` ডাকাত নিহত

প্রকাশঃ আগস্ট ৯, ২০১৬ সময়ঃ ১১:৪৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

bonduk_juddha

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ‘ডাকাত’ নিহত হয়েছে। আহত হয়েছে চার পুলিশ। নিহত আলমগীর হোসেনের (৩৫) বাড়ি উপজেলার চরমোহনা গ্রামে।

মঙ্গলবার ভোরে উপজেলার চরমোহনা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান রায়পুর থানার ওসি লোকমান হোসেন। ওসি বলেন, গোপন সূত্রে ডাকাতির প্রস্তুতি নেওয়ার খবর পেয়ে অভিযান চালানো হয়। “পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি করে।

পুলিশ পাল্টা গুলি করলে আলমগীর আহত হয়। পরে তাকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।” এ সময় চার পুলিশ আহত হলে তাদের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানান ওসি।

তিনি বলেন, গোলাগুলির পর ঘটনাস্থল থেকে পুলিশ একটি এলজি, তিন রাউন্ড গুলি ও চাপাতি উদ্ধার করেছে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান, নিহত ওই যুবক ডাকাত দলের সরদার তালিকাভুক্ত আসামি। তার বিরুদ্ধে ডাকাতিসহ ৭টি মামলা রয়েছে।

লাশ রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G