লক্ষ্যবস্তু খুঁজে নেবে গুলি
নিজস্ব প্রতিবেদক
ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অব ডিফেন্স মিসাইলের মত চলমান লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম এমন গুলি আবিস্কার করেছে। তারা এটিকে বেশ কয়েকবার পরীক্ষা-নিরীক্ষা করেও দেখেছে। প্রতি বারই এই গুলি চলমান লক্ষ্য বস্তুতে আঘাত করেছে।
এই বুলেট একটি প্রকল্পের মাধ্যমে তৈরি করা হয়েছে। প্রকল্পটির নাম এক্সট্রিম অ্যাকুরেসি টাস্কড অর্ডিন্যান্স উইপেন(এক্সাকটো)। এটি যুক্তরাষ্ট্রের মিলিটারি একাডেমির গবেষণা সংস্থা ডারপা দ্বারা পরিচালিত।
এই গুলির কার্যকারিতা পরীক্ষার জন্য প্রথমে একটি চলমান বস্তুকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এদিকে চলমান বস্তুটি বারবার দিক পরিবর্তন করতে থাকে। স্বনিয়ন্ত্রিত গুলি সোজাসুজি এগিয়ে লক্ষ্য বস্তুর দিকে দিগপরিবর্তন করে। এটি নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়।
এই গুলি পরিবেশের সঙ্গে খাঁপ খাইয়ে গতি পরিবর্তন করতে পারে। এক্ষেত্রে আবহাওয়া, বাতাসের গতি, লক্ষ্যবস্তুর গতিবিধি ও অন্যান্য বিষয় পর্যবেক্ষণ করে দিক পরিবর্তন করে।
প্রতিক্ষণ/এডি/নুর