লিটনের হত্যাকারীরা শনাক্ত: আইজিপি
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের হত্যাকারীদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।
সোমবার সকালে সাভারের আশুলিয়ায় শ্রীপুর শিল্প পুলিশ-১ এর বহুতল ব্যারাক ও অস্ত্রাগার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। এমপি লিটন হত্যার তদন্তে ‘যথেষ্ট অগ্রগতি’ হয়েছে জানিয়ে তিনি বলেন, যে তিনজন মোটরসাইকেলে এমপির বাড়িতে এসেছিল তাদের সবাই পুলিশের নজরদারিতে রয়েছে। শিগগিরই খুনিদের গ্রেফতার করে গণমাধ্যমের সামনে হাজির করা হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প পুলিশের মহাপরিচালক (ডিজি) আবদুস সালাম, শিল্প পুলিশ-১-এর পরিচালক মোস্তাফিজুর রহমান, ঢাকার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান। আইজিপি পরে শিল্প পুলিশের বহুতল ব্যারাক ও অস্ত্রাগার ভবনের নির্মাণকাজের উদ্বোধন করেন।
গত ৩১ ডিসেম্বর সন্ধ্যা পৌনে ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাহাবাজ গ্রামে নিজ বাড়িতে এমপি লিটন গুলিবিদ্ধ হন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ওই দিন এ ঘটনায় অজ্ঞাতপরিচয় পাঁচজনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করা হয়। এরই মধ্যে এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
প্রতিক্ষণ/এডি/নাজমুল