লিটন হত্যার অভিযোগে জাপার সাবেক এমপি গ্রেফতার
গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় জড়িত সন্দেহে জাতীয় পার্টির (এরশাদ) সাবেক এমপি কর্নেল (অব.) ডা. এ কাদের খানকে বগুড়ার বাসা থেকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। লিটন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন কাদের খানের ভাতিজা শাহীন মিয়া, গাড়িচালক আবদুল হান্নান ও ব্যক্তিগত সহকারী রাশেদুল ইসলাম মেহেদী।
কাদের খান বগুড়া থেকে প্রকাশিত দৈনিক উত্তরের খবর পত্রিকার প্রকাশক। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে বগুড়া জেলা শহরে তার স্ত্রী ডা. এজেড ইউ নাসিমা খানমের মালিকানাধীন গরীব শাহ ক্লিনিক থেকে তাকে আটক করা হয়। লিটন হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে কর্নেল কাদের খানকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান।
১৭ ফেব্রুয়ারি ভোর থেকে ‘গরীব শাহ ক্লিনিক’ নজরদারিতে রাখে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। চার তলা ভবনের ক্লিনিকের ওপর তলায় পরিবার নিয়ে থাকেন কাদের খান।
মঙ্গলবার ভোরে গাইবান্ধা শহরের ব্রিজ রোড এলাকা থেকে কাদেররের সহযোগী তিন যুবককে গ্রেফতার করে পুলিশ। পরে রাত ৮টার দিকে গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মইনুল হাসান ইউসুফের কাছে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এদিকে লিটনের বড় বোন আফরোজা বারীর গাড়ি ভাংচুরের অভিযোগে উপজেলা ছাত্রলীগের ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা শহরের বিএডিসি অফিসের সামনে ছাত্রলীগের মিছিল থেকে আফরোজা বারীর গাড়ি লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।
প্রতিক্ষণ/এডি/নাজমুল