লিপি হত্যার রহস্য উদঘাটন
রাজশাহীতে শারমিন আক্তার লিপি হত্যা মামলায় স্বামী রফিকুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২-এর বিচারক কে এম শহীদ আহমেদ এ রায় দেন।
রফিকুলের বাড়ি বাগমারা উপজেলার ভবানীগঞ্জ হিন্দুপাড়া এলাকায়। রায়ে অভিযোগ প্রমাণিত না হওয়ায় রফিকুলের মা-বাবা ও দুই বোনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
রায় ঘোষণাকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০০৭ সালে ভবানীগঞ্জ হিন্দুপাড়া এলাকার গৃহবধূ শারমিন আক্তার লিপিকে যৌতুকের দাবিতে তাঁর স্বামী হত্যা করে।পরে লাশ ঘরে ঝুলিয়ে রেখে আত্মহত্যা হিসেবে প্রচার চালায় স্বামী।
এ ঘটনায় মামলা হলে পুলিশ লিপির স্বামী, শ্বশুর, শাশুড়ি ও দুই ননদকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে। এতে লিপি হত্যার রহস্য উদঘাটিত হয়।
প্রতিক্ষণ/এ/ডি/তা.আ.