লেনদেন-সূচক উভয়ই বেড়েছে  

প্রকাশঃ ফেব্রুয়ারি ৯, ২০১৫ সময়ঃ ৩:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক প্রতিক্ষণ ডট কম

dse_3_bg_474655131দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৯ ফেব্রুয়ারি) মূল্যসূচকের সঙ্গে লেনদেনের পরিমাণ বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭১২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৪৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট বেড়ে এক হাজার ১২০ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৩টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির দাম।টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- ইফাদ অটোস, এসিআই, বিএসআরএম স্টিল, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা, সামিট অ্যালায়েন্স পোর্ট, এসিআই ফর্মুলেশন্স, মবিল যমুনা ও ন্যাশনাল ব্যাংক।

লেনদেন হয়েছে মোট ২৬৮ কোটি ০১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ২২১ কোটি ০৯ লাখ টাকা।

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭১৭ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৫২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ১২২ পয়েন্ট হয়।

দুপুর দেড়টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭০৮ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৪৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট বেড়ে এক হাজার ১১৯ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৩১ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৫২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৮৬ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৮৬০ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৪৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪৩৬ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৩০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১০৯টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দাম।
লেনদেন হয় মোট ২২ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ১৯ কোটি ৪২ লাখ টাকা।

 প্রতিক্ষণ/এডি/ইফতেখার

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G