এডিপিঃ শতভাগ বাস্তবায়নে ব্যার্থ
নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ২০১৪-১৫ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন শতভাগ সম্ভব হয়নি । এর কারন হচ্ছে পদ্মা সেতু প্রকল্প ও রাজনৈতিক সহিংসতা ।
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ২০১৪-১৫ অর্থবছরে (এডিপি) বাস্তবায়ন হয়েছে ৯১ শতাংশ। আমাদের টার্গেট ছিলো শতভাগ এডিপি বাস্তবায়ন করা। কিন্তু পদ্মা সেতু প্রকল্প ও টানা তিন মাস রাজনৈতিক সহিংসতার জন্য তা সম্ভব হয় নি ।
তিনি আরও বলেন, ২০১৪-১৫ অর্থবছরে সংশোধিত এডিপি ছিল ৭৭ হাজার কোটি টাকা। এর মধ্যে বাস্তবায়ন হয়েছে ৭১ হাজার ১৩৯ কোটি টাকা। ২০১৩-১৪ অর্থবছরে এডিপি বাস্তবায়িত হয়েছিল ৫৯ হাজার ৭৫৯ কোটি টাকা। বাস্তবায়নের হার ছিল ৯৩ শতাংশ।
২০১৪-১৫ অর্থবছরে মোট প্রকল্প সংখ্যা ছিল ১০৫৩টি। এর বছরের শুরুতে বাস্তবায়নাধীন প্রকল্প ছিল ১২৩৮টি। নতুন প্রকল্প ছিল ২১৫টি। সমাপ্ত হয়েছে ২৮১টি প্রকল্প এবং বাস্তবায়নাধীন আছে ১১৭২টি প্রকল্প।
প্রতিক্ষণ / এডি / মেহেদী