শহীদ মিনারে মুক্তিযোদ্ধাদের পেটাল ছাত্রলীগ

প্রকাশঃ ফেব্রুয়ারি ২১, ২০১৫ সময়ঃ ৬:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৮ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

borisalআন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ফুল দেয়াকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মীরা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যসচিব এহসান রাব্বি ও মুক্তিযোদ্ধা আবদুল কাদেরকে পিটিয়েছে।

ঘটনার সময় আতংকে মুক্তিযোদ্ধারা দৌড়ে বিভিন্ন স্থানে পালিয়ে যায়।

শুক্রবার দিবাগত রাত বারোটার পরে শহীদ মিনার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

মুক্তিযোদ্ধা এ এমজি কবীর ভুলু জানান, প্রতিবছরের ন্যায় এবারও সংসদ সদস্যরা প্রথমে পরে মুক্তিযোদ্ধারা ফুল দিতে শহীদ মিনারে যায়।

রাত বারোটা এক মিনিটে সংসদ সদস্যরা ফুল দিতে শহীদ বেদিতে ওঠার পর শহীদ মিনারে মাইক্রোফোনে রাষ্ট্রের পক্ষে বরিশাল বিভাগীয় কমিশনারের নাম ঘোষণা সত্ত্বেও ভিসির নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মীরা শহীদ মিনার বেদীতে জোর করে উঠে যায়।

উপস্থিত সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে ঘোষণা ভঙ্গ করে জোর করে শহীদ মিনার বেদীতে ওঠার এ ঘটনায় নিয়ে হৈ চৈ শুরু হয়।

ফুল দেয়ার পরে ববি ছাত্ররা সামনে থাকা মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের ধাওয়া দেয়।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের আগেই ছাত্রদের হাতে মুক্তিযোদ্ধা এ এমজি কবীর ভুলু লাঞ্ছিত হন। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব এহসান রাব্বী ও মুক্তিযোদ্ধা আবদুল কাদেরকে ছাত্রলীগ কর্মীরা পিটিয়ে আহত করে। আহতদের শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে এই ঘটনায় সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ,মুক্তিযোদ্ধা সংসদ নিন্দা জানিয়েছে।

প্রতিক্ষণ /এডি/জালাল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G