শাহজালালে স্বর্ণসহ যাত্রী আটক

প্রকাশঃ মার্চ ৫, ২০১৫ সময়ঃ ৪:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

gold arrestহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই কেজি সাড়ে তিন শ’ গ্রাম স্বর্ণসহ আব্দুল কাদির নামে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগ।

বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকা থেকে বৃহস্পতিবার বিকেল পৌনে তিনটার দিকে তাকে আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আব্দুল কাদির রিয়াদ থেকে সৌদিয়া এয়ারলাইন্সের এসবি-৮০০ ফ্লাইটে বিমানবন্দরে পৌঁছেন। পূর্ব সংবাদের ভিত্তিতে আব্দুল কাদিরের সঙ্গে থাকা হাত ব্যাগে তল্লাশি চালানো হয়।

এ সময় তার কাছে স্কচটেপ মোড়ানে অবসস্থায় ১০০ গ্রাম ওজনের ২০টি বার, চারটি চেইন ও দু’টি কানের দুল পাওয়া যায়। যার ওজন দুই কেজি সাড়ে তিনশ গ্রাম। এ সব স্বর্ণের বর্তমান বাজার মূল্য ১ কোটি ১৫ লাখ টাকা।

ড. মইনুল খান জানান, আটক যাত্রীর বাড়ি ঢাকার কেরাণীগঞ্জে। তার পাসপোর্ট নম্বর ডাব্লিই-০৭৪২২৯৪।

প্রতিক্ষণ /এডি/নাসের

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G