শাহজালাল থেকে ফের কচ্ছপ উদ্ধার

প্রকাশঃ জুলাই ১২, ২০১৫ সময়ঃ ১২:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

kochchopপাচার কালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় এক হাজার কচ্ছপ উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।

রোববার বেলা পৌনে ১১টার দিকে বিমানবন্দরের ৩ নম্বর বহির্গমন গেট থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়।

কাস্টমস’র সহকারী কমিশনার প্রিয়াঙ্কা দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাগেজ স্ক্যান হওয়ার সময় পাঁচটি ট্রলি ব্যাগে এই কচ্ছপগুলো দৃষ্টিগোচর হয়। প্রতিটি ট্রলিব্যাগে দুইশ’টির মতো কচ্ছপ রয়েছে।

এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

সম্প্রতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যৌথ অভিযানে ৫৪০ টি কচ্ছপ উদ্ধার হয়।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G