শাহপরী দ্বীপে কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্র জব্দ

প্রকাশঃ জানুয়ারি ২, ২০২৩ সময়ঃ ৭:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০৬ অপরাহ্ণ

সুজা তালুকদার চট্টগ্রাম থেকে

বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র জব্দ করেছে। বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের মিডিয়া কর্মকর্তা কাজী আল আমিন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ২ জনুয়ারি  আনুমানিক সকাল ৯ টায় বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন শাহপুরী কর্তৃক টেকনাফ থানাধীন শাহপরী দ্বীপের বাজারপাড়া এলাকায় একটি বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত বাড়িতে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকানো অবস্থায় দেশীয় অস্ত্র (রামদা) তিনটি, ছুরি তিনটি এবং একটি ওয়াকিটকি সাদৃশ্য আকৃতির মোবাইল ফোন জব্দ করা হয়। অভিযান চলাকালীন সময় উক্ত বাড়ির মালিক কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায় বলে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত দেশীয় অস্ত্রগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G