শিক্ষকতা পেশায় ফিরে যাচ্ছি
আবারও শিক্ষকতায় ফিরে যাচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক এর সাবেক গভর্নর ড. আতিউর রহমান। ‘আমি শিক্ষক ছিলাম আবার সেখানেই ফিরে যেতে চাই। শিক্ষার্থীদের জন্য আমার অভিজ্ঞতার ভান্ডার শিক্ষার্থীদের মাঝে বিলিয়ে দিতে পারবো। শেষ পর্যন্ত আমার পরিচয় হবে শিক্ষক’।
মঙ্গলবার গুলশানের গভর্নর হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি তাঁর পরিচালিত সময়কালে ব্যাংকের সাফল্যের দিকগুলো তুলে ধরেন।
দেশের অর্থনীতির দিকে দৃষ্টি দিয়ে তিনি বলেন, ‘মনের দিক থেকে আমি তৃপ্ত মানুষ, কেননা আমি যখন চলে যাচ্ছি তখন দেশের অর্থনীতি স্থিতিশীল। বাংলাদেশ ব্যাংককে ২৮ বিলিয়ন ডলার করেছি তিলে তিলে। সেটা হারিয়ে যাবে অবলীলায়, তা হতে পারে না।’
পদত্যাগপত্রের বিষয়ে তিনি বলেন, ‘আমি নৈতিক দায়িত্ব নিয়েই এমন ব্যবস্থা নিলাম। আমার এ কাজ থেকে যেন নতুন উদাহরণ সৃষ্টি হয়। জীবনের এই পথ চলায় আমি পরাজিত নই। আমি বীরের বেশে বিদায় নিয়েছি, মাথা উঁচু করে। আমি কোনোভাবেই চাইনা আমার কারণে দেশের ভাবমূর্তি নষ্ট হোক’।
এই ঘটনাকে সংকট উল্লেখ করে ড. আতিউর বলেন, ‘সংকটকে সম্ভাবনায় রূপান্তরিত করতে হবে। এটা মারাত্মক সাইবার অ্যাটাক। তদন্ত শুরু হয়ে গেছে। অনেকটা টেরোরিস্ট অ্যাটাকের মতো ঘটনা। কোন দিক থেকে এই অ্যাটাক আসছে সেটা নিয়ে আমরা বিহ্বল ছিলাম। এটা এমন সময় ঘটেছে যখন এটিএম জালিয়াতির ঘটনা নিয়ে সবাই ব্যাতিব্যস্ত ছিলাম’।
প্রতিক্ষণ/এডি/কেএইচ