নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মঙ্গলবার দিবাগত রাতে সলিমুল্লাহ মুসলিম হলে শিবির সন্দেহে আলমগীর হোসেন নামে এক ছাত্রকে বেধড়ক মারপিট করা হয়েছে। আহত ওই ছাত্র রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষে অধ্যয়নরত বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ১১টায় আলমগীরকে হলের ১৫২ নং কক্ষে ডেকে নেয় হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দিদার গ্রুপের কর্মীরা। এরপর আলমগীরকে শিবিরের সঙ্গে সম্পর্ক আছে কিনা এ ব্যাপারে ব্যাপক জিঙ্গাসাবাদ করা হয়। আলমগীর শিবিরের সঙ্গে যোগাযোগের বিষয়টি অস্বীকার করেন।
এরপর তার ওপর শুরু হয় নির্যাতন। এসময় চাপাতি, হকস্টিক, রামদার উল্টোপিট এবং লাঠি দিয়ে তাকে পেটানো হয়। প্রায় তিন ঘন্টা যাবৎ তার ওপর নির্যাতন চালানো হয়। আঘাতের কিছুক্ষণের মধ্যেই আলমগীর রক্তাক্ত হয়ে পড়ে। পরে তাকে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়।
এ বিষয়ে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দিদারকে বারবার মোবাইল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
প্রতিক্ষণ/এডি/রবিন