শিল্পীদের সপরিবারেই বিনয়ী থাকতে হয়!

প্রকাশঃ অক্টোবর ১১, ২০১৫ সময়ঃ ৩:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৭ অপরাহ্ণ

asifসেলফি জ্বরে চুগছে বিশ্ব আর এই সেলফি মাঝে মাঝে মানুষকে কতটা অস্বস্তিতে ফেলে তাই তুলে ধরেছেন সঙ্গীত শিল্পী আসিফ আকবর। তিনি তার ফেসবুক ভক্তদের সেলফি তোলার বিব্রতকর ভোগান্তি নিয়ে একটি পোস্ট দিয়েছেন । পাঠকদের সুবিধার্থে তার সেই পোস্টটি হুবুহু তুলে দেয়া হল।
দুদিন আগে প্রয়াত সাংবাদিক আওলাদ ভাইয়ের স্মরণ সভায় প্রবেশ এবং বের হওয়ার সময় ভক্ত ফটোগ্রাফারদের কবলে পড়ে যাই। এমনিতেই মন খারাপ ছিলো, শরীরটাও খারাপ ছিলো, কিন্তু তারা কোন কথা শুনতে রাজীনা। সেলফি কিংবা ছবি তুলেই যাচ্ছে।

আব্বা মারা গেলেন পাঁচ মিনিটও হয়নি,হাসপাতালে এক ভদ্রলোক তার বাচ্চাকে নিয়ে এসে বললেন ছবি তুলতেই হবে। আমি একটু নিভৃতে কাঁদার সুযোগও পেলাম না, তারপর শুরু হল ছবি তোলার হিড়িক। নাছোড় বান্দারা ছবি তুলবেই,বাবাকে দাফন করেই চলে যেতে হল শারজাহ, গান গাইতে, কথা দেয়া ছিলো ।

আম্মার লাশ নিয়ে কুমিল্লা গেলাম। পরিবার মানসিক ভাবে বিপর্যস্ত। সময় কম, দাফনের ব্যবস্থা করতে হবে। এর মধ্যে এক ভদ্রমহিলা বাসায় ঢুকে রীতিমত ফটোসেশন শুরু করলো। আমার বোন রেগে যেতেই তাকে থামিয়ে দিলাম। শিল্পীদের সপরিবারেই বিনয়ী থাকতে হয় ।

কান্নার সূযোগ পাওয়া যায়না, কাঁদতে হয় দরজা বন্ধ করে, লুকিয়ে, সময় বের করে। এটাই খ্যাতি সম্পন্ন গায়ক আসিফ আকবরের দূঃখ অনুভূতি প্রকাশের অলিখিত সংবিধান, হয়তো আমার মৃত্যুর পরও চলবে সেলফি উৎসব , চলবে……………… তাতে কি হয়েছে !!!

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

September 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
20G