শিশু রবিউলের খুনি আটক
নিজস্ব প্রতিবেদক
বরগুনার তালতলী উপজেলার শিশু রবিউল ইসলামের খুনি মিরাজ হাওলাদারকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।উপজেলার কবিরাজপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে বুধবার রাতে নিশ্চিত করেছেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার।
এর আগে, ছেলে হত্যার অভিযোগ এনে বুধবার বেলা সাড়ে ১২টারদিকে তালতলী থানায় একটি মামলা দায়ের করেন শিশুটির বাবা দুলাল মৃধা। এ মামলায় গ্রেফতার মিরাজ হাওলাদারকেই একমাত্র অভিযুক্ত করা হয়েছে। গ্রেপ্তারকৃত মিরাজ হাওলাদার উপজেলার আমখোলা গ্রামের দেলোয়ার হাওলাদারের ছেলে। পেশায় তিনি একজন মৎস্য ব্যবসায়ী।
পুলিশ আরো জানায়, উপজেলার আমখোলা গ্রামের একটি খাল থেকে মঙ্গলবার বিকেলে শিশু রবিউল ইসলামের ভাসমান লাশ উদ্ধার করা হয়। এ সময় লাশের শরীরে একাধিক আঘাতে চিহ্ন পাওয়ায় ধারণা করা হয়েছিল এটি খুন। পরবর্তীতে লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার জানান, গ্রেপ্তারের পরে মিরাজকে থানা হাজতে রেখে প্রাথমিক জিজ্ঞাবাদ করা হচ্ছে। এতে খুনের বেশকিছু আলামতও পাওয়া গেছে।
নিহত রবিউলের বাবা দুলাল জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ছোট আমখোলাস্থ বাড়ি থেকে তার ছেলে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। এরপর অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে থানা পুলিশকে বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছিল।
মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, মাছ চুরির অভিযোগে শিশু রবিউল ইসলামকে স্থানীয় ব্যবসায়ী মিরাজ হাওলাদার একাধিকবার হুমকি দিয়েছিলেন। এ নিয়ে তার সঙ্গে মিরাজের কথা কাটাকাটিও হয়। এর জের ধরে মিরাজই তার ছেলেকে অপহরণের পর পরিকল্পিভাবে হত্যা করেছেন।