চাঁপাইনবাবগঞ্জে ২ জনের ফাঁসির রায়
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
চাঁপাইনবাবগঞ্জে শিশু কবিতা খাতুনকে অপহরণের পর খুন করার মামলার অভিযুক্ত দুই আসামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক কবিতা খানম এ রায় দেন।
একই সাথে আদালত ২০ হাজার টাকা জরিমানার আদেশও দিয়েছেন।
দণ্ডপ্রাপ্ত দুই আসামী হচ্ছেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আজাইপুর গ্রামের শিহাব রেজা (২৪) ও শংকরবাটি মহল্লার সাগর আহমেদ (২৪)।
আদালত তার রায়ে বলেন, সিহাব ও সাগর ঠান্ডা মাথার খুনি। তারা পরিকল্পনা অনুযায়ী মুক্তিপণ আদায়ের জন্য প্রথমে শিশুটিকে অপহরণ করে ও মুক্তিপণ আদায়ের চেষ্টা করে। যেহেতু শিশুটি অপহরণকারীদের পূর্ব পরিচিত ছিল, তাই মুক্তিপণ আদায়ের পর তাকে ছেড়ে দিলে সে তাদের পরিচয় বলে দিতে পারে। সে কারণে অপহরণের পরই শিশু কবিতাকে হত্যা করে সিহাব ও সাগর।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, গত বছরের ৩০ আগষ্ট পৌর এলাকার কালিগঞ্জ-ফুলবাগান মহল্লার কোরবান আলীর চার বছরের মেয়ে কবিতা খাতুনকে অপহরণ করে আসামীরা। ওইদিনই তাকে শ্বাসরোধ করে হত্যা করা হলেও কবিতার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
কবিতার বাবা বিষয়টি র্যাবকে জানালে, ৪ সেপ্টেম্বর শিহাব ও সাগরকে আটক করে র্যাব। তাদের স্বীকারোক্তি অনুযায়ী ওইদিন রাতেই পোলাডাঙ্গা এলাকার একটি চাতালের পাশ থেকে কবিতার গলিত মরদেহ উদ্ধার করা হয়।
প্রতিক্ষণ /এডি/বেলাল