শীতে মেয়ে জামাইকে দিচ্ছে লেপ
জেলা প্রতিনিধি
ঋতু পরিক্রমায় গাইবান্ধা জেলার প্রত্যন্ত অঞ্চলে শীত জেকে বসতে শুরু করেছে। তাই মেয়ে-জামাইয়ের বাড়িতে লেপ দিতে ব্যস্ত হয়েছেন শশুর-শাশুরীরা।
এরই মধ্যে বেশ কিছুদিন ধরে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীত অনুভূত হচ্ছে। আর এ অনুভূতি কাজে লাগিয়ে বিভিন্ন বাসা বাড়িতে প্রস্তুতি নিচ্ছে লেপ-তোশক বাহির করা সহ সেটি মেরামত বা অনেক পরিবার তৈরি করছে নতুন লেপ-তোশক। অনেকে নতুন মেয়ে জামাইয়ের বাড়িতে আগাম পাঠিয়ে দিচ্ছে নতুন তৈরী লেপ।
এদিকে গাইবান্ধা প্রেসক্লাব সামনে লেপ-তোশক তৈরির ধুনকরা বস্ত হয়ে পড়েছেন পুরোদমেই। ধুনকর কারিগর আবু তালেব জানান, এক সপ্তাহ হতে আমি প্রতিদিনই প্রায় ৫-১০টি লেপ অর্ডার পাচ্ছি। এছাড়া আশা করছি আগামী মাসের শুরুতেই প্রতিদিন ২০-২৫টি অর্ডার পাবো। আমার কাছে প্রতিটি লেপ দেড় হাজার থেকে দুই হাজার টাকা পর্যন্ত পাঁচ কেজি তুলা দিয়ে বানিয়ে বিক্রি করছি।
কারিগর মন্টু মিয়া জানান, আমরা শীত আসার শুরুতেই লেপ-তোশক মোটামুটি অর্ডার পাচ্ছি পাশাপাশি অগ্রিম কিছু লেপ-তোশক বানিয়ে রাখছি। সাধারণত অনেক ক্রেতা রেডিমেট ভাবে এসব ক্রয় করে থাকেন।
তিনি আরও জানান, এবার তুলার দাম একটু বেশি হওয়ার কারনে বড় লেপের দাম গত বছরের চেয়ে ১৫০ টাকা হতে ২০০ টাকা বেশি লাগছে। আবার সিঙ্গেল লেপ এ বেড়েছে ১০০ টাকার মত পাশাপাশি কারিগরদের মুজুরিও এবার একটু বেশি।
শুক্রবার বিকেলে লেপ তৈরী করতে আসা আলীম উদ্দিন বলেন, মাস ছয়েক আগে বড় মেয়েকে বিয়ে দিয়েছি। তাই মেয়ে-জামাইকে লেপ দেয়ার জন্য এখানে লেপ নিতে এসেছি।
প্রতিক্ষণ/এডি/এআরকে