শুধু জানুয়ারীতে ৪ হাজার ঘন্টা হরতাল করেছে ২০ দল
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম
জানুয়ারি মাসে দেশের ৬৪ জেলায় প্রায় ৪ হাজার ঘণ্টা হরতাল পালন করেছে স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামী। ২০ দলীয় জোটের ডাকে ৬ জানুয়ারি থেকে শুরু হওয়া টানা অবরোধের মধ্যে অঞ্চলভিত্তিক আলাদা আলাদা এ হরতালের ডাক দেন বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতারা। গড় হিসাবে প্রতি জেলায় ৬২ ঘণ্টা হরতাল পালিত হয়েছে। এর বাইরে ২০ দলীয় জোট কেন্দ্রীয়ভাবে সারা দেশে তিন দফায় ৭২ ঘণ্টা বা ৪ দিন একযোগে হরতাল কর্মসূচি পালন করেছে।
জানুয়ারি মাসে সর্বোচ্চ বগুড়াতে পালিত হয়েছে ১৫ দিন হরতাল। সবমিলিয়ে পুরো জানুয়ারি মাসে হরতাল-অবরোধে আটকা পড়েছেন সাধারণ মানুষ। স্থবির হয়ে পড়েছে ব্যবসা-বাণিজ্য ও জীবনযাত্রা। এ অবস্থায় চরম অনশ্চিয়তা ও ভোগান্তির মধ্যে পড়েছেন দেশবাসী। এ অবস্থায় আজ রোববার থেকে আবারও শুরু হচ্ছে টানা ৭২ ঘণ্টা হরতাল। আগামীকাল থেকে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলে তা পিছিয়ে দেয়া হয়েছে শুক্রুবার পর্যন্ত ।
প্রতিক্ষণ/এডি/ রিতা