শুরু হল মুসল্লিদের হজের আনুষ্ঠানিকতা

প্রকাশঃ সেপ্টেম্বর ২২, ২০১৫ সময়ঃ ৯:৫৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৪ পূর্বাহ্ণ

নিজেস্ব প্রতিবেদক

hojjহজ পালনের আনুষ্ঠানিকতা শুরু হল আজ। মিনায় মুসল্লিদের অবস্থান নেয়ার মধ্য দিয়ে হজ পালনের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যার পর মিনার উদ্দেশ্যে রওনা দেন মুসল্লিরা।

সাদা কাপড়ে আচ্ছাদিত বিভিন্ন বর্ণ, ভাষা, জাতীয়তার লাখো মুসল্লির কেউ বাসে, কেউ গাড়িতে, কেউবা হেঁটেই মিনার পথে রওনা হন, যাদের সবার মুখে ছিল ‘লাব্বায়েক’ ধ্বনি।

হজের অংশ হিসেবে বুধবার সকাল পর্যন্ত তারা মিনায় অবস্থান করবেন। বুধবার সকালে সুর্যোদয়ের পর মিনা থেকে আরাফাতের উদ্দেশে যাত্রা শুরু করবেন তারা। সেখানে হজের খুতবা শুনবেন এবং এক আজানে জোহর ও আসরের (জুহরাইন) নামাজ আদায় করবেন।

সুর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থানের পর সুর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশ্যে আরাফাতের ময়দান ত্যাগ করবেন। মুজদালিফায় পৌঁছে আবারো এক আজানে আদায় করবেন মাগরিব ও এশার নামাজ। রাতে মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত যাপন করবেন।

মুজদালিফায় রাত্রিযাপন করে ফজরের নামাজের পর ফের মিনায় ফিরবেন মুসল্লিরা। মিনায় ফিরে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পশু কোরবানি করার পর মাথা মোড়াবেন।

এদিন সুর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার পর (যোহরের নামাজের পর) বড় জামারাতে (প্রতীকী শয়তান) সাতটি পাথর নিক্ষেপ করবেন। এভাবে পরপর তিনদিন তিন জামারাতে পাথর নিক্ষেপ শেষে মক্কায় ফিরবেন মুসল্লিরা। এরপর পবিত্র কাবা শরিফে বিদায়ী তাওয়াফ করে হজের পূর্ণ আনুষ্ঠানিকতা শেষ হবে।

 

প্রতিক্ষণ/এডি/এফজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G