শুরু হয়েছে ইলিশ ধরার উৎসব
জেলা প্রতিবেদক
ইলিশ ধরার ওপর আরোপিত সরকারি নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন মাছ ধরতে আর বাঁধা নেই। শনিবার ভোর থেকেই মেঘনায় শুরু হয়েছে ইলিশ ধরার উৎসব । নৌকায় করে হাজার হাজার জেলে নদীর দিকে ছুটছেন ইলিশ ধরতে।
শনিবার সকাল থেকেই রুপালি ইলিশ আসতে শুরু করে বরিশালের পোর্ট রোডস্থ বৃহত্তর মৎস্য অবতরণ কেন্দ্রে। ব্যস্ত সময় কাটাচ্ছে আড়তদার আর শ্রমিকরা। তবে আড়তদারদের দাবি, আজ কিংবা আগামীকাল সকাল পর্যন্ত বরিশালের স্থানীয় নদী থেকে আসবে পর্যাপ্ত ইলিশ। এরপর দূরের নদী কিংবা সাগর থেকে আসতে শুরু করবে রুপালি ইলিশ। এত করে ঘাটে ক্রেতা-বিক্রেতাদের সমাগম আরো বাড়বে।
পাইকারি দরে হিসেবে ছোট থেকে বড় আকারের ইলিশ বিক্রি হচ্ছে ১৮ থেকে যথাক্রমে ৩০ হাজার টাকা মণ প্রতি। যা তুলনামূলক বেশি বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। তবে আগামী দু-এক দিনের মধ্যেই এর মূল্য কমে যাবে বলে তাদের মন্তব্য। তবে বাজারগুলোতে এখন ছোট আকারের ইলিশ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৫০০-৫৫০ টাকায়।
সূত্রমতে, গত ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত মা ইলিশ নিধনে নিষেধাজ্ঞা জারি করে সরকার। তাই গত ১৫ দিন বরিশালের মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের দেখা মিলেনি। ৯ অক্টোবর শুক্রবার রাত ১২টার পর ইলিশ শিকার শুরু করে জেলেরা। তাই জেলেপল্লিতে বইছে আনন্দের জোয়ার, জেলেদের মুখে ফুটছে হাসি।
সকাল ৭টা থেকে বিভিন্ন ছোট নৌকা কিংবা ট্রলারে ইলিশ সরবরাহ শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একাধিক নৌকাবোঝাই ইলিশ নিয়ে আসা হয় মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে।
প্রতিক্ষণ/এডি/এনজে