শুল্ক ছাড় পাচ্ছে ভারত
নিজস্ব প্রতিবেদক :
অবশেষে ভারতকে বাংলাদেশের ২৩টি স্পর্শকাতর পণ্যে শুল্ক ছাড় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ।
তিনি বলেন, ভারত দীর্ঘদিন ধরে ২২৫টি পণ্যের ওপর শুল্কমুক্ত সুবিধা চেয়ে আসছিল। দেশীয় পণ্যকে সুরক্ষার জন্য এ বিষয়ে ছাড় দেয়া হয়নি। কিন্তু ভারত বাংলাদেশের প্রায় সকল রপ্তানি পণ্যের ওপর শুল্কমুক্ত সুবিধা দিয়েছে। তাই এবার এসব পণ্য তালিকা থেকে ২৩টি পণ্যকে ছাড় দেয়া হয়েছে।
মুক্তবাজার অর্থনীতির যুগে আগামীতে কোনো পণ্যের ওপরই শুল্ক থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। এর আগে সফররত ভারতের বাণিজ্য সচিব রাজীব খেরের সঙ্গে বৈঠক করেন তোফায়েল।
তিনি আরো জানান, ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে এলে বাণিজ্য চুক্তিটি নবায়ন করা হবে। এর ফলে বাংলাদেশ সরাসরি নেপাল ও ভূটানে পণ্য সরবরাহ করতে পারবে। এতে পণ্য পরিবহনে সময় ২১ দিন থেকে কমে ছয়দিনে নামিয়ে আনার চিন্তা করছে সরকার।
প্রতিক্ষণ/এডি/নুর