শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রতি বিভাগে কোর কমিটি
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম
আইন-শৃঙ্খলা রক্ষায় বিভাগীয় পর্যায়ে কোর কমিটি গঠন করেছে সরকার। বিভাগীয় কমিশনারকে সভাপতি করে মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
আইন-শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে বিভিন্ন সূত্র থেকে আগাম তথ্য সংগ্রহ ও উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিকভাবে কমিটি পদক্ষেপ গ্রহণ করবে বলে কার্যপরিধিতে বলা হয়।
কমিটিতে মহানগর পুলিশ কমিশনার, বিজিবির রিজিয়ন কমান্ডর, উপ-মহা পুলিশ পরিদর্শক, ডিজিএফআই’র বিভাগীয় অফিস প্রধান, র্যাবের অধিনায়ক, কোস্টগার্ডের জোনাল কমান্ডার, এনএসআই’র বিভাগীয় অফিস প্রধান, আনসার ও ভিডিবির পরিচালক, হাইওয়ে পুলিশ সুপারকে সদস্য করা হয়েছে।
রোববারের (১ ফেব্রুয়ারি) তারিখ দিয়ে সোমবার (২ ফেব্রুয়ারি) প্রকাশিত ওই আদেশে কোর কমিটিতে সংশ্লিষ্ট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে (সার্বিক) সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রতিক্ষণ/এডি/রায়হান