শেরপুরের দুই উপজেলা চেয়ারম্যান বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম.
শেরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান মিলন ও দুপচাঁচিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মোত্তালেব হোসেন মিন্টুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মামলা সংক্রান্ত কারণে পলাতক থাকায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রাণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ড. জুলিয়া মঈন স্বাক্ষরিত একটি ফ্যাক্স বার্তা বগুড়া জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখায় এসেছে।
বৃহস্পতিবার বিকেলে চিঠিটি দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে পৌঁছে। চিঠিতে উল্লেখ করা হয়, উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা মোত্তালেব হোসেন মিন্টুর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা থাকায় এবং তিনি বিধি বহির্ভূতভাবে দীর্ঘদিন পলাতক থাকায় পরিষদে তার ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থি বলে সরকার মনে করে। এর প্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান খান উপজেলা ভাইস চেয়ারম্যান মোত্তালেব হোসেন মিন্টুর সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে, শেরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আরিফুর রহমান মিলনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম সরোয়ার জাহান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষরিত চিঠির মাধ্যমে সাময়িক বরখাস্তের এ আদেশ দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম সরোয়ার জাহান জানান, আরিফুর রহমান মিলন গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর মামলায় দীর্ঘদিন পলাতক রয়েছেন। এ কারণে উপজেলা পরিষদ আইনের আওতায় তাকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সাময়িকভাবে বরখাস্ত করেছে।
উল্লেখ্য, গত এক সপ্তাহে বগুড়ায় বিএনপি সমর্থিত এক জন উপজেলা চেয়ারম্যান ও দুই জন ভাইস চেয়ারম্যানকে বরখাস্ত করা হলো।
এর আগে, জামায়াত সমর্থিত তিন জন উপজেলা চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়।
প্রতিক্ষণ/এডি/রিফাত