শেয়ারবাজারে সূচকে উর্দ্ধগতি

প্রকাশঃ মে ১৮, ২০১৫ সময়ঃ ৯:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৮ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

stock excangeধারাবাহিক দরপতনের পর ঘুরে দাঁড়াচ্ছে দেশের মুদ্রা বাজার। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৭৫৩ কোটি ৯৮ লাখ টাকা, যা গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ।

দিন শেষে প্রধান মূল্য সূচক ৯১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪০৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৫১টির, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৬০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সার্বিক সূচক ২৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৭৮ পয়েন্টে। এ বাজারে মোট লেনদেন হয়েছে ২৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৭৯টির, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টির।

ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- বেক্সিমকো, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, আরএকে সিরামিকস, এসিআই ফরমুলেশনস, সাইফ পাওয়ারটেক, এএফসি অ্যাগ্রো ও বারাকাত পাওয়ার। খুলনা পাওয়ার কোম্পানি, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

September 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
20G