সংলাপে বসতে দুই নেত্রীকে এরশাদের চিঠি

প্রকাশঃ জানুয়ারি ২৫, ২০১৫ সময়ঃ ৮:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

khaleda hasina ersadদেশের চলমান সহিংসতা বন্ধে সংলাপের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিঠি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

রোববার সন্ধ্যায় এরশাদের পক্ষ থেকে দুই নেত্রীর কাছে চিঠি পৌঁছে দেয়া হয় বলে জাতীয় পার্টির সহদফতর সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েল প্রতিক্ষণ ডটকমকে নিশ্চিত করেছেন।

রোববার সন্ধ্যা পৌনে ৭টায় জাতীয় পার্টির সহদফতর সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েল খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে গিয়ে চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাসের হাতে চিঠিটি দেন।

এরপর সন্ধ্যা সোয়া ৭টার দিকে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের হাতে এরশাদের চিঠিটি দেন আবুল হাসান আহমেদ জুয়েল।

চিঠিতে বলা হয়েছে, চলমান রাজনৈতিক সহিংসতা নিরসনে সংলাপ খুবই জরুরি।

এরশাদ নিজেকে বয়োবৃদ্ধ দাবি করে বলেন, দেশের স্বার্থে সংলাপ শুরু করা দরকার। তিনি সংলাপে মধ্যস্ততা করতে রাজি বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

প্রতিক্ষণ /এডি /বেলি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G