সকাল থেকেই বিশাল লাইন, অথচ টিকিট কালোবাজারে

প্রথম প্রকাশঃ ডিসেম্বর ১০, ২০২২ সময়ঃ ১২:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৬ অপরাহ্ণ

সুজা তারুকদার চট্টগ্রাম থেকে

১০ মাস পর বন্দর নগরী চট্টগ্রামে ক্রিকেট ম্যাচ। সেই ফ্রেরুযারী মাসে আফগানরা খেলে গেছে। এরপর আর কোন ওডিআই অনুষ্ঠিত হয়নি। যে কারণে ওডিআই ম্যাচ পেয়ে চট্টগ্রামের ভক্তরা টিকিটের জন্য হা-হা-কার শুরু করে। গতকাল সকালে থেকেই চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার মাঠে বিশাল লম্বা লাইন দেখা যায়। আর গতকাল দিন ভর ছিল টিকিটের খবর নেয়া।

আজ ম্যাচ, অথচ সেই দৃশ্য বদলায়নি। সকাল ৯টা থেকেই স্টেডিয়ামের সাগরিকা মোড়ে বিসিবির টিকিট কাউন্টারে ছোট-বড়, নারী-পুরুষ সকলকেই দেখা গেল লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে।

এরই মধ্যে পাশেই তিন গুণ দামে কালোবাজারে টিকিট বিক্রি হতে দেখা গেল। যার টাকা আছে সে টিকিট পাচ্ছে। যার নেই, সে কাউন্টারে লম্বা লাইনে  গেছে। লম্বা এই লাইনে নারীদের আলাদা লাইনও দেখা গেল।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G