‘সত্য’ মাথা উঁচু করে সে দাঁড়াবেই
শারমিন আকতার:
কখনও সুস্বাদু মাছ আর কখনও সেই মাছের বিব্রতকর কাঁটা হয়েই সত্য আপনার সামনে হাজির হবে।
সত্য এমনই। ইচ্ছে হলো আর আপনি পাশ কাটিয়ে গেলেন; তা আর যার সাথেই করুন না কেন, সত্যের সাথে করার চেষ্টা করবেন না।
তাহলে বলতে হয়, এক্ষেত্রে আপনার ব্যর্থতার ফর্দ লম্বা হবে। তাই সত্যকে মেনে নিন এবং নিজের জীবনে তার চর্চা করুন বেশি বেশি করে।
দেখবেন বেহালার করুণ সুর বদলে যাবে গিটারের টুংটাং রিনিঝিনি সুখময় সুরে। আর সস্তি বলুন, শান্তি বলুন; সব সব ফিরে পাবেন এই সত্যের কাছে।
সত্যের রং ফ্যাকাসে নয়; জ্বলজ্বলে উজ্জ্বল। সমস্ত গুটগুটে চকচকে কালচে রঙকে পদদলিত করে, সত্য তার আপন মহিমায় উদ্ভাসিত হবেই। অপরাজিতের তীক্ষ্ণ আভিজাত্যের কাছে পরাজিতের ম্লান আভা সূযাস্তের মতো মিলিয়ে যাবে গাঢ় থেকে আরও গাঢ় অন্ধকারে। সত্য এমনই এক সত্য। মাথা উঁচু করে সে দাঁড়াবেই…
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও তাঁর কবিতায় এ কথাই বলে গেছেন:
‘সত্য যে কঠিন কঠিনেরে ভালবাসিলাম
সে কখনও করে না বঞ্চনা’ ( রবীন্দ্রনাথ ঠাকুর)।
তাই, সত্যের সাথে বসবাস করার চেষ্টা করুন। সত্যকে পাশ কাটানোর চেষ্টা করবেন না ভুলেও। সত্যের স্বাদ সবসময় তেতো হয় তবে ক্ষতিকারক নয়; এটা মনে রাখবেন। সত্য কখনও আপনার ক্ষতি করবে না।
========