সফল ক্ষুদ্র উদ্যোক্তা রানার গল্প

প্রকাশঃ জুলাই ১৭, ২০১৬ সময়ঃ ৪:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

1451486298কাজ ছোট হোক বা বড়, ব্যবসা বিশাল হোক বা ক্ষুদ্র  – নিজের ভাগ্য নিজে গড়ার গৌরব ও আনন্দ সবসময়ই আলাদা। তেমনি গৌরবের অধিকারী নওগাঁর নিয়ামতপুর উপজেলার সফল তরুন ব্যবসায়ী  রেজাউল হাসান রানা। নওগাঁ অঞ্চলে উন্নতমানের কৃষি উপকরণ ও প্রযুক্তি বাজারজাত ও সরবরাহ করার মাধ্যমে কৃষিনির্ভর বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে নিজের জায়গা থেকে অবদান রেখে চলেছেন তিনি।

তরুন ব্যবসায়ী রেজাউল হাসান রানা ২০০৮ সালে মাত্র ৩ জন কর্মী নিয়ে নিজের ক্ষুদ্র ব্যবসায়িক উদ্যোগ শুরু করে অল্প সময়ের মধ্যে নওগাঁ অঞ্চলের একজন সফল ও সম্ভাবনাময় উদ্যোক্তা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। বর্তমানে তাঁর প্রতিষ্ঠানে ৩১ জনের স্থায়ীভাবে এবং ২০ জন লোকের  অস্থায়ীভাবে কর্মসংস্থান হয়েছে। এছাড়া তিনি তার আয়ের ৫ শতাংশ অর্থ এলাকার অস্বচ্ছল কিন্তু মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়ালেখা ও দুস্থ মানুষের স্বাস্থ্যসেবা এবং কন্যাদায়গ্রস্থ পিতা-মাতাকে আর্থিকভাবে সহযোগিতা করার পেছনে ব্যয় করে থাকেন।

এছাড়া নিয়ামতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি  আলহাজ্ব এনামুল হকের একমাত্র পুত্র রানা একাধারে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন নওগাঁ জেলা ইউনিটের যুগ্ন সা. সম্পাদক, বাংলাদেশ চেম্বার অব কমার্স নওগাঁ শাখার সাবেক পরিচালক, আ’লীগ উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির সদস্যও বটে।

এই সম্ভাবনাময় তরুন উদ্যোক্তা ২০১৪ সালে নিজের কাজের স্বীকৃতিস্বরূপ কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষিনির্ভর অর্থনৈতিক কর্মকান্ডে অত্যন্ত গুরুত্বপূর্ন ভূমিকা পালনের জন্য “সফল ক্ষুদ্র উদ্যোক্তা সম্মাননা পদক” পেয়েছেন। উল্লেখ্য, সে বছরই এই পদক প্রথমবারের মত প্রদান করা হয়।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G