সবচেয়ে দীর্ঘ কোভিড লক্ষণগুলো হালকা ক্ষেত্রে এক বছরে সেরে যায় : গবেষণা

প্রকাশঃ জানুয়ারি ১২, ২০২৩ সময়ঃ ৯:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৭ অপরাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

দীর্ঘ কোভিডের বেশিরভাগ উপসর্গগুলো যাদের হালকা প্রাথমিক সংক্রমণ ছিল, এক বছরের মধ্যে তা সেরে যায়। বৃহস্পতিবার ইসরায়েলের একটি বড় গবেষণায় বলা হয়েছে, ফলাফলগুলোকে ‘আশ্বস্ত’ হিসেবে স্বাগত জানানো হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মডেলিং অনুসারে, ইউরোপে কমপক্ষে ১৭ মিলিয়ন মানুষ ২০২০ এবং ২০২১ সালে তাদের প্রাথমিক সংক্রমণ থেকে সুস্থ্য হওয়ার কয়েক মাস পরে দীর্ঘ কোভিড উপসর্গে ভুগছিল।

তবে এটি কতক্ষণ স্থায়ী হয় তা সহ শর্তটি সম্পর্কে অনেক কিছুই স্পষ্ট নয়।
ইসরায়েলের গবেষকরা মার্চ ২০২০ থেকে অক্টোবর ২০২১ এর মধ্যে দেশে কোভিডের পরীক্ষার সব বয়সের

প্রায় দুই মিলিয়ন লোকের মেডিকেল রিপোর্ট বিশ্লেষণ করেছেন।
ফলাফলগুলো তাই ডেল্টাসহ আগের কোভিড ভেরিয়েন্টগুলোকে অন্তর্ভূক্ত করেছে, তবে সম্প্রতি আবিষ্কৃত

ওমিক্রন ভেরিয়েন্টগুলোকে অন্তর্ভূক্ত করা হয়নি।
গবেষকরা দীর্ঘ কোভিডের সাথে যুক্ত ৭০টিরও বেশি বিভিন্ন উপসর্গের জন্য ম্যাকাবি হেলথ কেয়ার সার্ভিসের সরবরাহ করা রেকর্ডগুলোর মাধ্যমে অনুসন্ধান করেছেন।

তারা এমন রোগীদের বাদ দিয়েছিল যাদের অবস্থা আরও গুরুতর ছিল। তাদের মধ্যে যারা হাসপাতালে ভর্তি ছিলেন দীর্ঘ কোভিডের ঝুঁকি তাদের বেশি ছিল। যা আগের গবেষণায় পরামর্শ উল্লেখ করা হয়েছিল।

স্বল্প ক্ষেত্রে, গবেষণায় গন্ধ এবং স্বাদ হারানো, শ্বাসকষ্ট, দুর্বলতা, ধড়ফফড়, স্ট্রেপ থ্রোট, মাথা ঘোরা এবং ঘনত্ব এবং স্মৃতিশক্তি দুর্বলতাসহ বেশ কয়েকটি অবস্থার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে যাকে সাধারণত মস্তিষ্কের কুয়াশা’ বলা হয়।

তবে বেশিরভাগ লক্ষণগুলো ১২ মাসের মধ্যে পরিষ্কার হয়ে যায়।
ইসরায়েলের কেআই রিসার্চ ইনস্টিটিউটের গবেষক এবং কো-গবেষক মেতাল বিভাস-বেনিতা বলেছেন,

কোভিডের পরেও এক বছর ধরে শ্বাসকষ্ট বা দুর্বলতায় ভুগছেন অল্প সংখ্যক লোক।
বিএমজে জার্নালে প্রকাশিত গবেষণায় আরও দেখা গেছে যে, সবচেয়ে সাধারণ উপসর্গ টিকাবিহীন ক্ষেত্রের

তুলনায় টিকা দেয়া রোগীদের শ্বাসকষ্টের ঝুঁকি কম ছিল।
ইতোমধ্যে শিশুদের প্রাপ্তবয়স্কদের তুলনায় কম স্বাস্থ্য সমস্যা ছিল এবং তাদের বেশিরভাগ এক বছরের মধ্যে সুস্থ হয়ে ওঠে।

বিভাস-বেনিতা এএফপি’কে বলেছেন, তিনি ফলাফলগুলোর জন্য ‘উৎসাহিত’ হয়েছেন বিশেষকরে

লক্ষণগুলো কতক্ষণ স্থায়ী হতে পারে সে সম্পর্কে ধারনা দেয়ার জন্য।
তিনি বলেছিলেন ‘বেশিরভাগ রোগী এক বছর পরে ঠিক হয়ে যাবে।’

প্রধান অধ্যয়নের বারাক মিজরাহি বলেছেন, তিনি আশা করেছিলেন যে, গবেষণাটি তাদের রোগীদের লক্ষণগুলো কোভিডের সাথে সম্পর্কিত কি-না তা নির্ধারণকারী ডাক্তারদের জন্য অনিশ্চয়তা কমাতে সহায়তা করবে।

গবেষণায় জড়িত নন কিংস কলেজ লন্ডনের একজন শিশুরোগ বিশেষজ্ঞ এবং ক্লিনিকাল একাডেমিক

মাইকেল আবসুদ ফলাফলগুলোকে আশ্বস্তকরবলে অভিহিত করেছেন।
তিনি বলেছিলেন, এটি নিশ্চিত করে যে, দীর্ঘ কোভিড উপসর্গযুক্ত বেশিরভাগ শিশুর খুব ভাল সুস্থ্য হয়েছে।

সূ্ত্রঃ বাসস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

September 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
20G