সবচেয়ে বড় কোকেন চালান জব্দ কলম্বিয়ায়
প্রতিক্ষণ ডেস্কঃ
কলম্বিয়ার ইতিহাসের সবচেয়ে বড় কোকেনের চালান ধরা পড়েছে। তাই দক্ষিণ আমেরিকার এই দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে টুইট করেছেন দেশটির প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল স্যান্তোস।
পানামা সীমান্তের কাছে জব্দ করা এই আট টন কোকেনের মূল্য ধারণা করা হচ্ছে ২৪ কোটি মার্কিন ডলার, যার মধ্যে দেড় টন কোকেন বিক্রির উপযোগী অবস্থায় মোড়কজাত অবস্থায় ছিল।
দেশটির উত্তর পশ্চিমের উপকূলীয় শহর টার্বোর এক কলাবাগানের নিচে এই কোকেন লুকিয়ে রাখা হয়েছিল।
পুলিশ জানিয়েছে, এই কোকেনের মালিক উসুগা নামে একটি অপরাধী চক্র, যাদের বিরুদ্ধে চাঁদাবাজি, হত্যা এবং গুমের বহু অভিযোগ রয়েছে। এই অভিযানে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য যে, কলম্বিয়ায় প্রতিবছর প্রায় সাড়ে চারশো টন কোকেন উৎপাদিত হয় বলে জাতিসংঘ জানিয়েছে।
প্রতিক্ষণ/এডি/সাদিয়া