সব ট্যানারি স্থানান্তর করতে হবে জুনের আগে

প্রকাশঃ মার্চ ৫, ২০১৫ সময়ঃ ৮:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

TANNERY INDUSTRYসরকারের সদিচ্ছা থাকলেও ট্যানারি মালিকদের গাফিলতির কারণেই হাজারীবাগ থেকে ট্যানারি সরানোর প্রক্রিয়া বারবার দীর্ঘায়িত হচ্ছে, এমন অভিযোগ করে এ বছরের জুনের আগেই সব ট্যানারি সাভারের নির্ধারিত স্থানে স্থানান্তরে মালিকপক্ষকে চূড়ান্ত নির্দেশ (আল্টিমেটাম) দিয়েছেন চামড়া শিল্পনগরী প্রকল্প পরিচালক সিরাজুল হায়দার।

বুধবার রাজধানীর সীমান্ত স্কয়ারে চামড়া শিল্পে কমপ্লায়েন্সের গুরুত্ব নিয়ে আয়োজিত এক সেমিনারে এ ঘোষণা দেন তিনি।

ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সভাপতিত্বে সেমিনারে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রেজওয়ান হোসেন, ট্যানারি মালিক, শ্রমিকরা শিল্পের সমস্যা ও সম্ভাবনা নিয়ে তাদের মতামত তুলে ধরেন।

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন ও লেদার বিজনেস প্রমোশন কাউন্সিলের যৌথ আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

প্রতিক্ষণ/এডি/জামান

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G