সমঝোতায় যাচ্ছে দুই কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক
অবশেষে সমঝোতায় পৌঁছেছে উত্তর ও দক্ষিণ কোরিয়া। ম্যারাথন বৈঠকের পর দুই কোরিয়া সীমান্তের উত্তেজনা কমাতে সম্মত হয়েছে বলে জানিয়েছে দক্ষিণের বার্তা সংস্থা ওয়াইটিএন। খবর আলজাজিরার।
সম্প্রতি খনি বিস্ফোরণে দক্ষিণের কোরিয়া দুই সৈনিক আহত হওয়ার ঘটনায় উত্তর কোরিয়া অনুতাপ ব্যক্ত করে। বিনিময়ে দক্ষিণ বলেছে, সীমান্তে পিয়ংইয়ংবিরোধী প্রচারণা বন্ধ করবে। এই সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার মধ্য দিয়েই এবারের যুদ্ধাবস্থা দূর হয়েছে।
বৈঠকের পর একটি যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, বুধবার দুপুর থেকে সীমান্তে উচ্চস্বরে পিয়ংইয়ংবিরোধী প্রচারণা বন্ধ করবে সিউল।
এছাড়া আরেকটি শান্তিকামী সিদ্ধান্তে উপনীত হয়েছে দুই কোরিয়া। ১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধে ভাগ হয়ে যাওয়া দুই কোরিয়ার পরিবারগুলোকে আগামী মাসে পুনর্মিলনের সুযোগ দেওয়া হবে। সাংবাদিকদের এ তথ্য দিয়েছেন দক্ষিণের পক্ষে সমঝোতাকারী এবং দেশটির জাতীয় নিরাপত্তা পরামর্শক কিম কওয়ান-জিন।
প্রতিক্ষণ/এডি/ডিএইচ