সমনের জবাব দিলেন খালেদা

প্রকাশঃ জুলাই ১৪, ২০১৫ সময়ঃ ১১:৫৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৯ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:

জবাববিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ড্যান্ডি ডায়িংয়ের ৪৫ কোটি ঋণখেলাপির মামলায় সমনের জবাব দাখিল করছেন বলে আদালতকে জানিয়েছেন তার আইনজীবী।

খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী এ্যাডভোকেট মাসুদ আহম্মদ তালুকদার ও জয়নাল আবেদীন মেজবাহ জবাব দাখিল করেন।

অন্য তিন বিবাদীর জন্য জবাব দাখিলের সময়ের আবেদন করলে ঢাকার অর্থঋণ আদালত-১ এর বিচারক ফাতেমা ফেরদৌস ৩০ আগস্ট দিন ধার্য করেন।

২০১৫ সালের ১৬ মার্চ বেগম খালেদা জিয়ারসহ চারজনের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। আদালত সমন জারি পর তার জবাব দিতে বলেন খালাদা জিয়াকে।

এর আগে আরাফাত রহমান কোকো মারা যাওয়ায় ইসলামী শরীয়াহ মোতাবেক অংশীদারিত্ব মামলায় তার মা খালেদা জিয়া, স্ত্রী শার্মিলা রহমান এবং দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে বিবাদী করার জন্য ২০১৫ সালের ৮ মার্চ আদালতে আবেদন করে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ।

মামলার এজাহারে জানা যায়, ১৯৯৩ সালের ২৪ ফেব্রুয়ারি বিবাদীরা ড্যান্ডি ডাইংয়ের পক্ষে সোনালী ব্যাংকে ঋণের জন্য আবেদন করেন। এর পর ওই বছরের ৯ মে সোনালী ব্যাংক বিবাদীদের আবেদনে উল্লেখ করা ঋণ মঞ্জুর করে।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

 

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G